ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা - News Portal 24
ঢাকাMonday , ২৪ এপ্রিল ২০২৩

ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নবীন মাহমুদ
এপ্রিল ২৪, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ন
Link Copied!

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড়ে সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারসহ দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৮টার দিকে ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশকে মাদকের তথ্য দেয়ার অভিযোগ তুলে সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেনকে কুপিয়ে হত্যা করেছে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত বেলায়েত ওই এলাকার মকবুল হোসেনের ছেলে এবং সাবেক ইউপি সদস্য রব ওই এলাকার মফেজ হাওলাদারের ছেলে।

নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, বিকেলে স্থানীয় খাদেমের ছেলে রাজনের সাথে মাদক রয়েছে এমন সন্দেহে রাজাপুর থানা পুলিশ তাকে তল্লাশি করে ছেড়ে দিয়ে আসে। এরপর পুলিশ চলে যাবার পর ওই এলাকার মসজিদ সংলগ্ন এলাকায় কুপিয়ে হত্যা করে রাজন, সজল, খাদেমসহ ৮/১০ লোকজন তাদের দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজনে এসে তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয় রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ পুলক চন্দ্র রায় জানায় এঘটনায় মরাদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।