ওসমানী নগরের আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদ্রাসায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে বুরুঙা ইউনিয়নের আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শনিবার (০১ এপ্রিল) দুপুরে কামার গাঁও, বেলাল নগর আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদ্রাসায় রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রিন্সিপাল মুদাব্বির হোসেনর সভাপতিত্বে শিক্ষক এ আর কাওছারের পরিচালনায় এই আয়োজনে অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক এডভোকেট মুজাক্কির হোসেন, শিক্ষক ক্বারি আং ওয়াহিদ, ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সমাজসেবক এনামুল ইসলাম রুহুল, মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া, শিক্ষানুরাগী হারুন মিয়া, ছালিক মিয়া,শাহিন মিয়া,সমসের মিয়া,শিক্ষিকা তানজিনা তাজিন, তামান্না আক্তার লিমা, ও শিক্ষার্থী অভিবাবকবৃন্দ প্রমুখ।