ওসমানীনগরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ডাকাতরা হলো, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার রসুলপুর গ্রামের ছেনু মিয়া ওরফে মেরাজের ছেলে মোখলেছুর রহমান (৩৯) বর্তমানে ডাকাত মোখলেছ সিলেট শহরের মেন্দিবাগ এলাকার আলরআমিনের কলোনীরর ভাড়াটিয়া, সিলেট জেলার বালাগঞ্জ থানার নশিওরপুর গ্রামের তৈয়ব উল্লার ছেলে আবাুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহ প্রকাশ মুহিবুল্লার ছেলে নজরুল ইসলাম (৪৫) ও মৌলভীবাজার জেলার রাজনগর থানার রশিদপুর প্রকাশ আব্দুল্লাহপুর গ্রামের জমির আলীর ছেলে সুজাত আলী(২৭)।
ডাকাত মোখলেছুুর রহমানের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ ১২টি, ডাকাত আবুল হোসেনের বিরুদ্ধে ৮টি, ডাকাত নজরুল ইসলামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে।
গতকাল সোমবার রাত ৩টার দিকে উপজেলা গোয়ালাবাজার ইউনিয়নের কাগজপুর ভাগলপুর রাস্তায় পুলিশ ডাকাতদের ধাওয়া অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় ওসমানীনগর থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের হয়েছে।
জানাগেছে, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কাগজপুর-ভাগলপুর-হলিমপুর রাস্তার একটি খালি বাড়ীর ভিটায় গতকাল সোমবার রাত ৩টার দিকে ১২-১৩ জনের একটি ডাকাত দল পিক ও মোটরসাইকেল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতদের আটক ধাওয়া করলে করে মোখলেছুর রহমান (৩৯), আবুল হোসেন রিপন (৩৪) সুজাত আলী (২৭) নামের ৩ ডাকাতকে আটক করে। অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপযোগে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত ডাকাতদের তথ্যমতে বুরুঙ্গা পশ্চিম তিলাপাড়া থেকে ডাকাত নজরুল ইসলাম (৪৫) কে আটক করে পুলিশ।
এসময় ডাকাতদের কাছ থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে, সম্প্রতি কাগজপুর-ভাগলপুর-হলিমপুর রাস্তায় তিন দফা বিভিন্ন গাড়ি আটক করে ডাকাতির চেষ্টা ও ডাকাতি করছিল ডাকাত দল। এ ঘটনায় পুলিশ ডাকাতদের ধরতে রাতের বিভিন্ন সময়ে নিয়মিত টহল দেয়া শুরু করলে গতকাল সোমবার রাতে ডাকাতদের ধরতে সক্ষম হয়।
ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অক্লান্ত চেষ্টায় ৪ ডাকাতকে ধরতে সক্ষম হয়েছি। অন্যান্যরা পালিয়ে গেলেও ডাকাতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।