ওসমানীনগরে জাগ্রত বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও দেশ-বিদেশের সবার সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (৭ এপ্রিল) বাদ জুমা উপজেলার গোয়ালাবাজারের নগরীকাপন পাটুলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একশ প্লাস সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিলো চাউল, তেল, ডাল, চানা, দুধ, আলু, পেয়াজ, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
খাদ্য সামগ্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আছকর আলী। অনুষ্ঠানটি জাকির আহমদের সঞ্চালনায় ও হাফিজ সুহাগ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং গোয়ালা বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার লেবু মিয়া,পাটুলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রেজন মিয়া, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার তছন মিয়া, নগরী কাপন জামে মসজিদের ইমাম মোখলেছুর রহমান, তালতলা জামে মসজিদের খতিব শহীদুল্লাহ্ শামীম, জাগ্রত বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শাহী উদ্দীন সানজু, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পাবেল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল কদ্দুস, আলাউদ্দিন মিয়া, ১নং ওয়ার্ডের মেম্বার কাইয়ুম মিয়া, আনছার মিয়া, যুব সমাজের আইডল লোকমান আহমদ, তারেক বাচ্চু, মিন্টু মিয়া, মর্তুজা মিয়া।
জাগ্রত বাংলা সমাজ কল্যাণ সংস্থার সদস্য কন্নাল মিয়া, আব্দুল সালাম, নুরুল আলম, শিপু চৌধুরী, আনছার, ফয়ছল আহমদ, রিপন মিয়া, জুনেল মিয়া, মেহবুবুর রহমান আব্দুল্লা, খোকন আহমেদ, আজাদ আহমেদ,আলী নুর, আবজল, সোফায়েল,সাহেদ আহমেদ,ইমন আহমদ, আবুল হোসেন, মিলন মিয়া, জুয়েল মিয়া, জালাল আহমদ, সাইদুল, রুকন, রিমন, সাব্বির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য এই উদ্যোগ নিশ্চয়ই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাবে। সব শেষে দেশ বিদেশের সবার পরিবার পরিজনের উদ্দেশ্যে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন এবং ভবিষ্যতে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখাসহ সকল ভালো কাজে এলাকার তরুণদের পাশে থাকার আহবান জানান।