ঢাকাSunday , ৩০ এপ্রিল ২০২৩

এসএসসি ২০২৩ – বাংলা ২য় পত্র সাজেশন

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ৩০, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ন
Link Copied!

SSC Bangla 2nd Paper Suggestion 2023 | এসএসসি বাংলা ২য় সাজেশন ২০২৩

এসএসসি বাংলা ২য় পত্র পরীক্ষার সময়বণ্টন

বাংলা ২য় পত্র পরীক্ষার জন্য সময় পাবে মোট ৩ ঘন্টা। এর মধ্যে বহুনির্বাচনি অংশের জন্য ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাকী থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।

ধরা যাক, খাতা ঠিক করতে, প্রশ্ন পড়তে আর নির্বাচন করতে তোমার ১০ মিনিট লাগে। অর্থাৎ ১৪০ মিনিট সময় তুমি পাচ্ছো রচনামূলক অংশের জন্য। তাহলে অনুচ্ছেদ, পত্র/দরখাস্ত, সারাংশ/সারমর্ম, ভাব সম্প্রসারণ আর প্রতিবেদনের জন্য আলাদা আলাদাভাবে ২০ মিনিট রাখতে পারো। সেক্ষেত্রে প্রবন্ধ রচনা লিখতে ৪০ মিনিট সময় থাকবে তোমার।

এসএসসি বাংলা ২য় পত্র সিলেবাস প্রস্তুতি নেবার উপায়-

ব্যাকরণ অংশের প্রস্তুতি

  • বইয়ের ব্যাকরণের প্রত্যেকটি অধ্যায় ভালোমতো।উদাহরণের সাহায্যে বুঝে বুঝে পড়ো।
  • পড়ার সময় মূল তথ্যগুলো দাগিয়ে নিতে পারো।
  • সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, কারক, কাল, পদ, যতিচিহ্ন ইত্যাদি অধ্যায় বারবার অনুশীলন করো।
  • বাগধারা, প্রবাদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ ইত্যাদি মুখস্থ করে নাও।
  • সহায়ক কোনো বই থেকে বহুনির্বাচনি প্রশ্নগুলো পড়ো ও সমাধান করো।

রচনামূলক অংশের প্রস্তুতি

  • পাঠ্যবইয়ে দেয়া সকল রচনামূলক অংশ পড়ে ফেলো।
  • টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা রচনামূলক প্রশ্নগুলো নিয়মিত ঘাঁটাঘাঁটি করো।
  • রচনামূলক অংশগুলো লেখার সঠিক নিয়ম জেনে বেশি বেশি প্রাকটিস করতে থাকো।
  • লেখার সময় যেন বানান ভুল না হয়, সেদিকে খেয়াল রাখো।
  • গুরুত্বপূর্ণ রচনা, প্রতিবেদন, ভাবসম্প্রসারণ খাতায় নোট করে রাখতে পারো।
  • সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর লেখার অভ্যাস গড়ে তোলো।

প্রশ্ন নং ০১: অনুচ্ছেদঃ ২টি অনুচ্ছেদ থেকে ১টির উত্তর দিতে হবে।

বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, যৌতুকপ্রথা, নারীশিক্ষা, একুশে বইমেলা, যানজট, সত্যবাদিতা, শিশুশ্রম, বৈশাখী মেলা, গ্রন্থাগার, মুক্তিযুদ্ধ।

For avoiding risk

বই পড়া, খাদ্যদ্রব্যে ভেজাল, অতিথি পাখি, ইন্টারনেট, কোভিড-১৯, গ্রাম্যমেলা, তথ্য প্রযুক্তি, বই মেলা, শীতের একটি সকাল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শিষ্টাচার, ডিজিটাল বাংলাদেশ, বৃক্ষরোপণ, রূপসী বাংলা, শৈশব স্মৃতি, বসন্তকাল, শৃঙ্খলাবোধ, পরিবেশ দূষণ, মেট্রোরেল।

প্রশ্ন নং ০২: দুইটি পত্র/দরখাস্ত থেকে যেকোন ১টির উত্তর করতে হবে।

ব্যক্তিগত পত্ৰ:

আরও পড়ুনঃ  এসএসসি ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৩ | SSC English 1st Paper Suggestion (100% Common)

ক. তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র লিখ।
খ. এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটবে তা জানিয়ে পত্র লিখ।
গ. তোমার সদ্য পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধর নিকট একখানা পত্র লিখ।
ঘ. বিদ্যালয়ের শেষ দিনটিতে তোমার মনের অবস্থা বর্ণনা করে বন্ধুর নিকট একটি পত্র লিখ।

আবেদন পত্রঃ

ক. শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র রচনা কর।
খ. দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আবেদনপত্র লিখ।
গ. পাঠাগার স্থাপনে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসকের নিকট দরখাস্ত লিখ।
ঘ. তোমার এলাকার বন্যার্তদের/ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদন কর।

সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র:

ক. বিদ্যুৎ বিভ্রাট নিরসনকল্পে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে চিঠি লিখ।
খ. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
গ. বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদপত্রের সম্পাদকের নিকট একখানা পত্র লিখ।
ঘ. সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখ।

For avoiding risk

ক. ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর নিকট একটি পত্র লিখ।
খ. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লিখ। 
গ. পরীক্ষায় কতৃকার্যতার জন্য অভিনন্দন জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লিখ
ঘ. গ্রামকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকার বর্ণনা দিয়ে পত্র লিখ।
ঙ. বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখ।
চ. পিতার বদলিজনিত কারণে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ।
ছ. পানীয় জলে আর্সেনিকের মাত্রাধিক্যের কারণে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখ।
জ. ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখ।
ঝ. তোমার গ্রামে ডাকঘর স্থাপনের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
ঞ. ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লিখ।

আরও পড়ুনঃ  Write a dialogue between two friends about how to eradicate illiteracy from the country.

প্রশ্ন নং ০৩: ১টি সারাংশ ও ১টি সারমর্ম থেকে যেকোনো ১টির উত্তর করতে হবে।

সারাংশ:

ক. মানুষের মূল্য কোথায়?…চরিত্রবান মানে এই।
খ. শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ….হয় সংসারের কর্মক্ষেত্রে।
গ. মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ…উন্নয়ন আনয়নে সক্ষম।
ঘ. মাতৃস্নেহের তুলনা নাই…রক্ষা করিতে ব্যস্ত হয়।
ঙ. জাতিকে শক্তিশালী…শক্তি জেগে ওঠে।

For avoiding risk

চ. আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে,…সন্দেহ থাকে না।
ছ. অভ্যাস ভয়ানক জিনিস…তাহলে সব পন্ড হবে।
জ. অতীতকে ভুলে যাও…..জীবন নিয়ে বাঁচতে।
ঝ. কীসে হয় মর্যাদা…অবজ্ঞায় বলব যাও।

সারমর্ম:

ক. দৈন্য যদি আসে আসুক….উর্ধ্বে দু’হাত বারাস।
খ. সার্থক জনম আমার….মুদব নয়ন শেষে।
গ. কোথায় স্বর্গ কোথায় নরক….আমাদেরই কুঁড়ে ঘরে।
ঘ. পরের মুখে শেখা….কোথাও পাবি নারে।
ঙ. বসুমতি তুমি কেন…তাহে নিতান্তই ছাড়ে।

For avoiding risk

চ. দণ্ডিতের সাথে… তুমি তার কাছে।
ছ. শৈশবে সদুপদেশ….আসছিলে ফিরে।
জ. নিন্দুকের বাসি আমি…..তাহার কৃপা ভরে।
ঝ. আমরা চলিব পশ্চাতে….কদম চলরে চল।

প্রশ্ন নং ০৪: দুইটি ভাব-সম্প্রসারণ থেকে যেকোনো ১টির উত্তর করতে হবে।

ক. দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়।
খ. মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় ।
গ. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
ঘ. সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরী পরের তরে।
ঙ. অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
চ. আত্মশক্তি অর্জনে শিক্ষার উদ্দেশ্য।

For avoiding risk

ছ. ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ
জ. শৈবাল দিঘিরে বলে উচ্চ করিশির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির।
ঝ. দূর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
ঞ. স্বদেশের উপকারে…………..পশু সেইজন
ট. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
ঠ. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
ড. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।
ঢ. নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
ণ. আলো বলে অন্ধকার, তুই বড়ো কালো, অন্ধকার বলে, ‘ভাই’ তাই তুমি আলো।
ত. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

আরও পড়ুনঃ  Load shedding paragraph for SSC-HSC

প্রশ্ন নং ০৫: দুইটি প্রতিবেদন থেকে যেকোনো ১টির উত্তর করতে হবে।

ক. তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিবরণ দিয়ে প্রতিবেদন তৈরি কর ।
খ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণ ও প্রতিকার সম্বন্ধে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন লিখ।
গ. খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে সংবাদ পত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা কর।
ঘ. পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে প্রতিবেদন তৈরি কর ।
ঙ. বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।
চ. ‘মাদককে না বল’ শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখ।

For avoiding risk

ছ. একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন রচনা কর।
জ. তোমার বিদ্যালয়ে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন রচনা কর।
ঝ. তোমার শহরের যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন রচনা কর।
ঞ. আজকের যুব সমাজের নৈতিক অবক্ষয় উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা কর।
ট. স্কুল লাইব্রেরী সম্পর্কে বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন রচনা কর।
ঠ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার প্রতিবেদন রচনা কর।
ড. বিজ্ঞান মেলার উপর একটি প্রতিবেদন প্রণয়ন কর।
ঢ. মহান বিজয় দিবস উদ্যাপন সম্পর্কিত পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।
ণ. শিশুশ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।

প্রশ্ন নং ০৬: তিনটি প্রবন্ধ থেকে যেকোনো ১টির উত্তর করতে হবে।

ক. অধ্যবসায়
খ. শ্রমের মর্যাদা
খ. স্বদেশ প্রেম
ঘ. বিজ্ঞান ও আধুনিক জীবন/ মানব কল্যাণে বিজ্ঞান
ঙ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার

For avoiding risk

চ. কৃষি কাজে বিজ্ঞান
ছ. কম্পিউটার
জ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ঝ. মাদকাসক্তি ও তার প্রতিকার
ঞ. বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ
ট. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ঠ. দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা
ড. চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
ঢ. শীতের একটি সকাল
ণ. জাতি গঠনে নারী সমাজের ভূমিকা
ত. বাংলাদেশের ঋতু বৈচিত্র্য
থ. বাংলাদেশের কৃষক সমাজ