অবশেষে পাপনের কথাই সত্যি হলো! - News Portal 24
ঢাকাFriday , ২৮ এপ্রিল ২০২৩

অবশেষে পাপনের কথাই সত্যি হলো!

নিউজ পোর্টাল ২৪
এপ্রিল ২৮, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ন
Link Copied!

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে স্বপ্নভঙ্গ হলো লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্স তাকে মাত্র এক ম্যাচ খেলিয়েছে। আর কোনো ম্যাচে তার খেলা হবে না। তাই আজ লিটন দেশে ফিরে এসেছেন।

আগামী ৩০ মার্চ জাতীয় দলের সঙ্গে তার আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা আছে। যদিও আইপিএলের জন্য বাড়তি কয়দিন ছুটি পেয়েছিলেন লিটন। সেটা কাজে লাগল না।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব এবার আইপিএলে দল পেলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করেন। লিটন খেলেছেন এক ম্যাচ। আর মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটলাসের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। বাজে বোলিং করায় তার আর দিল্লির একাদশে সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাবেন কিনা- এটা নিয়ে আরও আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সন্দেহই শেষ পর্যন্ত সত্যি হলো!

গত ৩১ মার্চ আইপিএলে যারা সুযোগ পেয়েছে তাদের থেকে প্রত‌্যাশা নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘প্রত‌্যাশা? (ওদের) খেলায় কিনা তাও তো জানি না। আপনি যদি আমাকে কনফার্ম করতে পারেন খেলাবে, তাহলে আমি প্রত‌্যাশা করতে পারি। যদি না খেলায় তাহলে কি প্রত‌্যাশা করব? আগে দেখি খেলায় কিনা।’

এরপরও তার মুখে এমন বক্তব্য আরও শোনা গেছে এবং বাস্তবে সেটা অনেকাংশেই সত্যি হয়েছে। বিশেষ করে লিটন দাসকে মাত্র এক ম্যাচ খেলিয়ে বাদ দেওয়াটা মানতে পারছেন না নাইট সমর্থকরাও।

আরও পড়ুনঃ  আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন লিটন দাস