বিভাগীয় পর্যায় ১০০ মিটার দৌড়ে প্রথম রাহিমা বেগম - News Portal 24
ঢাকাMonday , ২০ মার্চ ২০২৩

বিভাগীয় পর্যায় ১০০ মিটার দৌড়ে প্রথম রাহিমা বেগম

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৩ ৬:০৮ অপরাহ্ন
Link Copied!

উত্তর চর বিশ্বাস সেরাজ উদ্দিন সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মোসাঃ রাহিমা বেগম বিভাগীয় পর্যায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৩ এ ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায় প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে।

রাহিমা বেগম ছোট সময় থেকেই খেলাধুলায় পারদর্শী ছিলেন। উওর চর বিশ্বাস গ্রামের দিনমজুর ইব্রাহিম খানের বড় মেয়ে রহিমা। তিন ভাই বোনের ভিতরে রাহিমা সবার বড়। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও খুব মনোযোগী। তার এই কৃর্তীতে এলাকাবাসী সবাই খুশি।

রাহিমার বাবা বলেন, আমি মেয়ে কে কষ্টো করে পড়ালেখা করাইতে আছি। ও বিভাগে দৌড়ে প্রথম হয়েছে আমি খুব খুশি। আমি চাই ও যেনো আরো ভালো কিছু করতে পারে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।

উত্তর চর বিশ্বাস সেরাজ উদ্দিন সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান বলেন, মেয়েটা যেমন লেখা পড়ায় তেমন খেলাধুলায় পারদর্শী। রাহিমা আমাদের স্কুলের গর্ব ওর জন্য আমাদের দোয়া সব সময় থাকবে।