রমজানে ১০০ টাকায় খেজুর, পঞ্চাশে ছোলা বেচবে টিসিবি – News Portal 24
ঢাকাWednesday , ৮ মার্চ ২০২৩

রমজানে ১০০ টাকায় খেজুর, পঞ্চাশে ছোলা বেচবে টিসিবি

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৮, ২০২৩ ১১:২৩ অপরাহ্ন
Link Copied!

আসন্ন রমজানে টিসিবির ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীরা প্রতি কেজি খেজুর পাবেন ১০০ টাকায়। এছাড়া সারাদেশে নির্ধারিত ১ কোটি কার্ডধারী ৫০ টাকা কেজিতে ছোলা কিনতে পারবেন।

বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৩ মার্চ রোজা শুরু হতে পারে। তার আগে ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোজা উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সরকারি এই বিপণন সংস্থার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রোজা উপলক্ষে দেশব্যাপী টিসিবির ১ কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে ২ পর্বে পণ্য বিপণন করবে টিসিবি।

প্রথম পর্বে ৬০ টাকায় ১ কেজি চিনি, কেজি ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, কেজি ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি হবে।

অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি কেজি ১০০ টাকা দরে ১ কেজি খেজুর কিনতে পারবেন।