হলি উৎসবে রং মাখানোকে কেন্দ্র করে যেন কোনো অবস্থায় মসজিদের পবিত্রতা নষ্ট না হয় সেজন্য পুরো মসজিদকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ভারতের আলিগড়ের একটি মসজিদে এ দৃশ্য দেখা গেছে। খবর এনডিটিভি।
পুলিশ প্রশাসনের নির্দেশে, হলিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে আলিগড়ের সবচেয়ে সংবেদনশীল চৌরাস্তায় অবস্থিত আব্দুল করিম মসজিদ “হালওয়াইয়ান” রাতে একটি তেরপলি দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে হোলির সময় রং না মাখা যায়।
হোলির দিনে গত কয়েক বছরের মতো স্পর্শকাতর এলাকার মসজিদও রাতে তেরপলি দিয়ে ঢেকে দেওয়া হয়। যাতে হোলির কারণে কেউ মসজিদে রং না ফেলে।
মসজিদ কমিটির সদস্য হাজি মোহাম্মদ ইকবার বলেন, প্রশাসনের নির্দেশ আমরা মসজিদগুলোকে ঢেকে দিয়েছি। যাকে হলির দিন কেউ মসজিদে রং ফেলে এর পবিত্রতা নষ্ট না করতে পারে।
আকিল পাহলওয়ান নামে এক বাসিন্দা বলেন, “যখন থেকে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার এসেছে। তখন থেকেই মসজিদটি ঢেকে রাখা হচ্ছে। প্রশাসনের সহায়তায় আমরা মসজিদটিকে ঢেকে রাখি যাতে কেউ রং না ফেলে এবং ময়লা করতে না পারে।