স্ত্রী মোবাইলে ইন্টারনেট কেনায় অভিমানে যুবকের আত্মহত্যা - News Portal 24
ঢাকাWednesday , ৮ মার্চ ২০২৩

স্ত্রী মোবাইলে ইন্টারনেট কেনায় অভিমানে যুবকের আত্মহত্যা

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৮, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ন
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাড়াবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া কাজলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম মো. মিজান (৩২)। তিনি বরগুনা জেলার তালতলী থানার গাবতলী এলাকার হোসেন মৃধার ছেলে। মিজান জাহাজভাঙা কারখানায় কাজের সুবাদে সীতাকুণ্ডে ভাড়া বাসায় সস্ত্রীক বসবাস করতেন।

নিহত মিজানের স্ত্রীর বরাত দিয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে কাজ থেকে বাসায় ফিরে স্ত্রীর মোবাইলে ইন্টারনেটে প্যাকেজ (এমবি) চালু দেখতে পান মিজান। এ সময় তিনি স্ত্রীর কাছে জানতে চান কেন তাকে না জানিয়ে ইন্টারনেট প্যাকেজ কেনা হয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে তার স্ত্রী রাগ করে ঘর থেকে বেরিয়ে যান। তবে বের হওয়ার ঘণ্টাখানেক পর তিনি বাসায় ফেরেন। ফিরে তিনি ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে মিজানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় অবহিত করলে আমরা ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ বুধবার (৮ মার্চ) সকালে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন আরও বলেন, ‘নিহত যুবকের গ্রামের বাড়িতে আগের একটি সংসার রয়েছে। সেখানে তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে আছে। তিনি চার মাস আগে দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে নিয়ে বারআউলিয়ার কাজলীপাড়ায় ভাড়া বাসায় ওঠেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

আরও পড়ুনঃ  মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত