জয়পুরহাটের আক্কেলপুরের গুডুম্বা গ্রামে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়েছে। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে।
গুডুম্বা গ্রামের বাসিন্দা সেলিম হোসেন জানান, সিরাজুল ইসলাম গ্রামের মসজিদে শবে বরাতের নামাজের পড়তে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তার স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন।
এ সময় গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেতে গৃহবধূর শরীরের কাপড় ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে আছে।