রমজান মাসে কি বিয়ে করা যায়? - News Portal 24
ঢাকাTuesday , ৭ মার্চ ২০২৩

রমজান মাসে কি বিয়ে করা যায়?

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৭, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ন
Link Copied!

বিয়ে আল্লাহ তাআলা সবার জন্য ফরজ করেছেন। কিন্তু রমজান মাস সিয়াম সাধনার মাস এই মাসে কি বিবাহ করা যাবে? আর বিয়ে করলে কোন সময়টায় জায়েজ আছে? এমন প্রশ্নের অনেকেই করেন। কারণ রমজান মাস পবিত্র মাস। এই মাসে অনেক কাজ করার নিষেধ রয়েছে। আসুন জেনে নেই রমজান মাসে বিয়ে করা যায় কি না।

এমন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

উত্তর : হ্যাঁ, রমজান মাসে বিয়ে করা সিদ্ধ, নিষিদ্ধ কিছুই না, জায়েজ। বিয়ে করতে পারেন। বিয়ের মতো কল্যাণময় কাজ বিলম্ব না করে যথাসম্ভব তাড়াতাড়ি করাই উচিত। যে মাসে সুযোগ আসে, সে মাসেই।

বর্তমান বিভিন্ন মুসলিম পবিরারে পঞ্জিকায় শুভ-অশুভ দিন দেখেও বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। এ রীতি সম্পূর্ণ অজ্ঞতাপূর্ণ বিশ্বাস ও কুসংস্কার-যা ভিন্ন বিশ্বাস থেকে অনুপ্রবেশ করেছে বলে মনে করেন আলেমরা।

রমজান মাসে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া রাতে হবে এবং বিয়েও রাতেই হবে। এটা স্বাভাবিক কথা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক পথ ও বিশ্বাসে পরিচালিত করুন। আমিন।

আরও পড়ুনঃ  শবেবরাতেও যাদের ক্ষমা নেই