মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন - News Portal 24
ঢাকাFriday , ৩১ মার্চ ২০২৩

মানিকগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মানববন্ধন

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৩ ৮:০৫ অপরাহ্ন
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতার জন্য এক বড় প্রতিবন্ধকতা। সাংবাদিকদের নানাভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তাই দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানানো হয় সরকারের প্রতি।

এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং এসব ঘটনার প্রতিবাদ জানানো হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি আহাম্মেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক সহ-সম্পাদক শাহানুর ইসলাম, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজনসহ দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সালমান খাঁন সাংবাদিক সমিতির সভাপতি দৌলতপুর উপজেলা শাখা মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।