মানিকগঞ্জের দৌলতপুরে ৫ বসত ঘর পুড়ে ছাই - News Portal 24
ঢাকাMonday , ৬ মার্চ ২০২৩

মানিকগঞ্জের দৌলতপুরে ৫ বসত ঘর পুড়ে ছাই

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি
মার্চ ৬, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উত্তর বাসাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫টি পরিবারের ত্রিশ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে

অগ্নিকান্ডের পরেই ঘটনাস্থল বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিনুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোমবার (৬ মার্চ) দুপুর ১.০০ ঘটিকায় দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর বাশাইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ড ৮টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে ভুস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানাগেছে।
এতে নিঃস্ব হয়ে পড়েছে পাঁচটি পরিবার।

যাদের ক্ষতি হয়েছে তারা হলেন- শহীদ ব‍্যাপারীর ছেলে জয়নাল আবেদীন ২টি ঘর ও যাবতীয় মালামাল সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।মোহাম্মদ ব‍্যাপারীর ছেলে রব্বানী ২টি ঘর সহ ৮ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। নইমুদ্দিনের ছেলে রতন শেখের ২টি ঘর সহ ৬ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইনুদ্দিনের স্ত্রী ফজিলা বেগমের ১টা ঘর সহ ঘরে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে। জিগীর ব‍্যাপারীর ছেলে উপাতের ১টা ঘর সহ যাবতীয় মালা সহ ২লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার বলেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

এবিষয়ে বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান বলেন, আমি ঘটনা শুনার সাথে সাথে এসে দেখি ৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ৫টি পরিবারের প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ব‍্যক্তিগত যেটুকু পারছি সহযোগিতা করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে সবাইকে অনুরোধ করছি।

এসময় ঘটনা শুনার সাথে সাথেই মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ক্ষতিগ্রস্ত পরিবাদের প্রতি সমবেদনা জানানছেন। তিনি আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  শবেবরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ