১৭ই মার্চ মানিকগঞ্জের দৌলতপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোঃ সফিকুল ইসলাম মোল্যা যোগদান করেছেন। তিনি সর্ব প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয়ে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন।
সর্বশেষ তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানায় অফিসার ইনচার্জ হিসাবে সততা এবং নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন। আজ তিনি দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন। তার জন্মস্থান গোপালগঞ্জ জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী এবং এক ছেলে নিয়ে তার দাম্পত্য জীবন।
দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের -কে নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম মোল্যা বলেন, দৌলতপুর উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।