মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাWednesday , ১ মার্চ ২০২৩

মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
মার্চ ১, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলায় জাতীয় বীমা দিবস উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (১লা মার্চ ) সকাল ১১ টায় জাতীয় বীমা দিবস উপল‌ক্ষে দৌলতপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে র‌্যালি বের করা হয়, র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও সদস্যসহ বীমা গ্রহীতা সকলে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।

প্রধান অ‌তি‌থি ব‌লেন, বীমা কর‌তে গি‌য়ে মানুষ প্রতারিত হ‌চ্ছে, কোন বীমা কোম্পানির কার্যক্রমে কোন সমস্যা নেই, সমস্যা শুধু বীমা করানো কাজে যারা নিয়োজিত থাকেন তারাই, কারন তারা বেশিদিন কাজ করতে পারে না, একটা স্কীম করানোর পর দেখা গেলো তাদের আর পাওয়া যায় না, বিভিন্ন প্রতিকুলতার কারনে।

তাই বীমা নি‌য়ে সমা‌জের মানু‌ষের ব্যাপক ভী‌তি কাজ ক‌রে। এসব প্রতিবন্ধকতা হ‌তে বীমা কোম্পা‌নি গু‌লো‌কে বের হ‌য়ে আস‌তে পার‌লে উন্নত বি‌শ্বের ন্যায় আমরা বীমা ক‌রে উপকৃত হ‌তে পার‌বো।

অনুষ্ঠা‌নে আ‌রও বক্তব্য রা‌খেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল,কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ,সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা প্রমূখ।

আরও পড়ুনঃ  ওসমানীনগরে রাস্তা গতিরোধ করে গাড়ি ডাকাতির চেষ্টা, রাত হলেই বাড়ি ফেরা মানুষের আতংক