মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত - News Portal 24
ঢাকাWednesday , ৮ মার্চ ২০২৩

মানিকগঞ্জের দৌলতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
মার্চ ৮, ২০২৩ ২:৩২ অপরাহ্ন
Link Copied!

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আজ ৮ই মার্চ বুধবার সকাল ১১.০০ ঘটিকায় সময় উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল,পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আনিসুর রহমান, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, নারী নেত্রী আনোয়ারা খাতুন ও ডালিয়া খাতুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য নিয়ে আলোচনা করেন বক্তারা।

আরও পড়ুনঃ  ইলিয়াসের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত সরে যাবেন না প্রেমিকা!