মানিকগঞ্জের দৌলতপুরে স্বর্গীয় মতিলাল সাহার বাড়ির অঙ্গিনায় শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠানে মনোরঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, তরুণরাই দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই।
তরুণ প্রজন্মই আমাদের দেশ-জাতিকে ধীরে ধীরে উন্নতির দিকে টেনে নেয়ার বিরাট ভূমিকা রাখে এবং রেখে আসছে যুগে যুগে। তবে আমাদের দেশের তরুণ ও যুব সমাজের একাংশ নানাভাবে জড়িয়ে যাচ্ছে মরণ নেশা মাদকের সঙ্গে। এ নেশা এমনই এক নেশা ধীরে ধীরে বিবর্ণ করে দিচ্ছে আমাদের সবুজ তারুণ্যকে। নষ্ট করে দিচ্ছে দেশের ভবিষ্যত। দেশের এ মূল্যবান সম্পদ মাদকের চোরাচালান ও অপব্যবহারের কবলে পড়ে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়, উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
নেশার ছোবলে পড়ে এ যুবসমাজ কর্মশক্তি, সেবার মনোভাব ও সৃজনশীলতা হারিয়ে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধন করছে।
দেশ গড়ার কারিগর সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। মাদকের কারণেই বুক ফাটা কান্নায় পৃথিবীর আকাশ বাতাস ভারি হয়ে যায়। রাতের অন্ধকার আরও নিঃসঙ্গ হয়ে ওঠে পরিবারগুলোতে। তিনি সকলের উদ্দেশ্য বলেন আপনারা আপনার ছেলে ও মেয়ের খবর নেন সে কি করে কার সাথে ঘুরে। আর আমি কথা দিচ্ছি এই দৌলতপুর উপজেলা বাসীকে মাদক মুক্ত করবো করবোই।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত রনজিৎ সাহা, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ ফৌজদার, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস প্রমুখ।