মানিকগঞ্জের দৌলতপুরে ২৬ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব।
রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় দৌলতপুর উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদদের স্মৃতিফলকে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক মোঃ সালমান খান,বাংলাদেশ সাংবাদিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস কে রাসেল, প্রেসক্লাবের প্রচার ও প্রকাষণা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রফিক, কার্যকরী সদস্য আরকে লিটন, মোঃ আমিনুল ইসলাম, সদস্য মোঃ আমিনুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ আতিকুর রহমান প্রমুখ।