প্রসববেদনায় কাতর পাগলির পাশে দাঁড়ালো পুলিশ - News Portal 24
ঢাকাThursday , ৯ মার্চ ২০২৩

প্রসববেদনায় কাতর পাগলির পাশে দাঁড়ালো পুলিশ

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৯, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ন
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের একটি মুদি দোকানে প্রসববেদনা ওঠে মানসিক ভারসাম্যহীন (পাগলি) এক নারীর। এ সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করলে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। ফুটফুটে শিশুর মায়াবী মুখ দেখে সবারই মমতায় আগলে রাখার ইচ্ছা।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কন্যা সন্তানের জন্ম দেন ওই পাগলি।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে গিয়ে দেখা যায়, বেডে এক নারী এলোমেলো হয়ে শুয়ে আছেন। তার পাশেই একটি ফুটফুটে নবজাতক। নবজাতকের দিকে মায়াবী চোখে তাকিয়ে আছেন ওই নারী। নারীটিই নবজাতকের মা। তিনি নানাভাবে নবজাতকটির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। এ দৃশ্য দেখে যে কারো চোখে পানি চলে আসবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গতকাল রাতে জানতে পারি আমনুরা বাজারের একটি মুদি দোকানের সামনে পরিচয় না জানা ওই নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন। এ সময় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে তিনি কন্যা সন্তান প্রসব করেন। ওই নারী জেলা হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৩নং বেডে অবস্থান করছেন। পুলিশ ওই নারীকে সার্বিক সহযোগিতা ও নবজাতকের জন্য বিভিন্ন ধরনের পোশাক দিয়েছে।

আরও পড়ুনঃ  দৌলতপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত