নেত্রকোণার দুর্গাপুরে পিকনিকের বাস উল্টে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এসময় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিকনিকে বাসটি ময়মনসিংহের মুক্তাগাছা একটি মাদ্রাসা থেকে দুর্গাপুরে যাচ্ছিল।
জানা গেছে, নিহত হিমেল (১০) মুক্তাগাছা নন্দীবাড়ি দারুলউলুম আল-ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র। এ দুর্ঘটনায় আহতরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা নন্দীবাড়ি দারুলউলুম আল-ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোণার দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল।
বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হিমেল নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।