প্রায় শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি করে জাঁকজমকপূর্ণভাবে বিদায় দেওয়া হয়েছে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলামকে। খতিবকে এমন বিদায়ে প্রশংসায় ভাসছে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী।
খতিবের এমন সংবর্ধনা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি আকন্দ বাড়ি জামে মসজিদ কমিটি ও গ্রামবাসী। তিনি এক-দুই বছর নয়, দীর্ঘ ৪৮ বছর খতিব ছিলেন।
মাওলানা সিরাজুল ইসলাম উপজেলার তারাকান্দি গ্রামের মাওলানা মিয়া হোসেনের ছোট ছেলে।
বিদায় সংবধর্না অনুষ্ঠানের মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় এবং মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মদ, তারাকান্দি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রফিক, জামিয়া হুসাইনীর শাইখুল হাদিস মুফতি শহিদুল্লাহ্, তারাকান্দি বাজার মসজিদের খতিব রুহুল আমীন, সাবেক মেম্বার আব্দুল হান্নান, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মসজিদের মুসল্লী মিজানুর রহমান জানান, মাওলানা সিরাজুল ইসলাম দীর্ঘ ৪৮ বছর আমাদের মসজিদের খতিব ছিলেন। ওনার বিদায় বেলায় আমরা মহল্লাবাসী মর্মাহত। এলাকাবাসী পক্ষ থেকে কুরআন শরীফ, ক্রেস, নগদ অর্থ এবং কিছু উপহার দেয়া হয়েছে।