মানিকগঞ্জের দৌলতপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার আব্দুস সালামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাকসুদ হোসেন,আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান প্রমুখ।
পরে সেই ভয়াল কালরাতে গণহত্যার শিকার স্বাধীনতাকামী শহীদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।