মানিকগঞ্জের দৌলতপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)-কে অধিকতর কার্যকরভাবে বাস্তবায়ন এবং এর সফল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল দশটায় দৌলতপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগের মহাপরিচালক ডক্টর এনামুল হক। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ শাহ আলম সিদ্দিকী আরোও উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ রেজাউল হক, শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার,চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান সহ অনেক জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
এসময় উপস্থিত বক্তারা স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নের উত্তর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।