মানিকগঞ্জের দৌলতপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ই মার্চ মঙ্গলবার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯.০০ ঘটিকায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলোকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা কমান্ড,দৌলতপুর থানা সহ বিভিন্ন সংগঠন। পরে আলোচনা সভায় আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের হাত ধরেই আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সাড়ে ৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিল বলে মন্তব্য করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল, থানা ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী,কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, সমবায় অফিসার মোঃ মাকসুদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন,৭ই মার্চের ভাষণ ও ছড়া সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।