‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’- এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা চত্বরে শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা। উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক, মতিলাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, বাচামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সমবায় অফিসার মাকসুদ হোসেন, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাশহুদ করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।