তেজগাঁওয়ে টিসিবির গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে - News Portal 24
ঢাকাWednesday , ৮ মার্চ ২০২৩

তেজগাঁওয়ে টিসিবির গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৮, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ন
Link Copied!

রাজধানী তেজগাঁওয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাত ১১টা ৫৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। এরপর ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে রাত ১২টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরও জানান, এতে হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি। এ ছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আরও পড়ুনঃ  মায়ের জন্য ইফতার নিয়ে ফেরা হলো না প্রবাসী সুমনের