ছেলের মারধরে মায়ের মৃত্যু - News Portal 24
ঢাকাWednesday , ৮ মার্চ ২০২৩

ছেলের মারধরে মায়ের মৃত্যু

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৮, ২০২৩ ১:০৬ অপরাহ্ন
Link Copied!

গাড়ি চাপায় ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে ছেলের মারধরে চায়না খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া চায়না খাতুন একই গ্রামের মৃত আলহাজ আলীর স্ত্রী।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, গতকাল সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যায়। এঘটনাকে কেন্দ্র করে মা চায়না খাতুনের সঙ্গে শরিফুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চায়না খাতুনকে মারধর করেন শরিফুল ইসলাম। পরে রাত ১০টার দিকে বাড়িতেই মারা যান চায়না খাতুন। খবর পেয়ে রাতেই শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, চায়না খাতুনের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মেয়ে হাসি খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  ইঁদুর মারা ফাঁদে মাদ্রাসা ছাত্রের মৃত্যু