ছাত্রকে নিয়ে পালালেন শিক্ষিকা! - News Portal 24
ঢাকাSaturday , ৪ মার্চ ২০২৩

ছাত্রকে নিয়ে পালালেন শিক্ষিকা!

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৪, ২০২৩ ১১:১৯ অপরাহ্ন
Link Copied!

চন্দননগরের একটি স্কুলের শিক্ষিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে তার ছাত্রের সঙ্গে পালিয়ে গেছেন৷ ওই শিক্ষিকা ও ছাত্র গত ১৬ ফেব্রুয়ারি পালিয়ে বেঙ্গালুরুতে যান।

এ ঘটনার পর ছাত্রের পরিবার থেকে গাছিবাউলি থানায় একটি অপহরণের মামলা দায়ের করে। অন্যদিকে শিক্ষিকা পালিয়ে যাওয়ার পর তার নামেও একটি নিখোঁজ মামলা দায়ের করে পরিবার।

পরে পুলিশ জানতে পারে নিখোঁজ শিক্ষিকা স্কুল ছাত্রের সঙ্গে পালিয়ে গেছেন। এরপর তাদের বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে ফেরার পরই উভয় পক্ষের পরিবার মামলা তুলে নেয়।

পরে পুলিশ জানতে পারে নিখোঁজ শিক্ষিকা স্কুল ছাত্রের সঙ্গে পালিয়ে গেছেন। এরপর তাদের বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে ফেরার পরই উভয় পক্ষের পরিবার মামলা তুলে নেয়।

পুলিশ জানায়, ওই শিক্ষিকা স্কুলে পাঠদানের সময় ছাত্রের প্রেমে পড়েন। প্রায় এক বছর ধরে তারা প্রেম করেন। পরবর্তীতে তারা সিদ্ধান্ত ১৬ ফেব্রুয়ারি পালিয়ে যাবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা পালিয়ে যায়। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শেষে বাড়িতে ফেরত পাঠায়।

সূত্র: দ্য সিয়াসত ডেইলি

আরও পড়ুনঃ  সাইকেলে চড়ে হজ করতে বেরিয়ে ছিলেন, মক্কা পৌঁছানোর পরই মৃত্যু