গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক - News Portal 24
ঢাকাWednesday , ৮ মার্চ ২০২৩

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নিউজ পোর্টাল ২৪
মার্চ ৮, ২০২৩ ১:৩৫ পূর্বাহ্ন
Link Copied!

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন বিষয়টি জানিয়েছেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই শোক বার্তা পাঠানো হয়।

তিনি এখন কাতারের দোহায় রয়েছেন এবং স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘের সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকালে দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে ১০০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বিস্ফোরণের পর ভবনটি থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে ১৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বংশালের প্রবাসী মো.সুমন, একই এলাকার হৃদয়,আকুতি বেগম, নাজমুল হোসেন, ইসলামপুরের কাপড় ব্যবসায়ী ইসহাক মৃধা, যাত্রাবাড়ীর মুনসুর হোসেন, একই এলাকার ইদ্রিস মির ও নুরুল ইসলাম ভূঁইয়া, আলুবাজারের মো. ইসমাইল, চাঁদপুরের মতলবের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন, কেরাণীগঞ্জের রাহাত, চকবাজারের ইসলামবাগের মমিনুল ইসলাম, একই এলাকার নদী বেগম, মুন্সিগঞ্জের সৈয়দপুরের মাঈন উদ্দিন মানিকগঞ্জ সদরের বায়দুল হাসান বাবুল, গজারিয়ার বালুয়া কান্দি গ্রামের আবু জাফর সিদ্দিক ও সিয়াম।

ভবনটিতে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। এছাড়া আহতদের মেডিক্যালে নেয়ার জন্য পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।

আরও পড়ুনঃ  গুলিস্তানে বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার