ঢাকাThursday , ২৩ মার্চ ২০২৩

গলাচিপায় চেকের মামলায় শিক্ষকের ৬ মাসের সাজা, সমুদয় অর্থ ফেরত

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
মার্চ ২৩, ২০২৩ ১১:১৪ অপরাহ্ন
Link Copied!

বৃহস্পতিবার চেকের মামলায় সহকারা শিক্ষক তপন চন্দ্র রায় আসামীর অনুপস্থিতিতে সমূদয় অর্থ ও ৬ মাসের সাজা দিয়েছে মোকাম পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ,  ১ম আদালত। যার মামলা নং ৬৭/১৯।

তপন চন্দ্র রায় গলাচিপা ডাকুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

সূত্র জানায়, বেসরকারি শিক্ষক কর্মচারি বহুমূখি সমবায় সমিতির সদস্য হন তপন চন্দ্র রায়। তিনি নিয়ম অনুযায়ী আবেদন ও চেকের মাধ্যমে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ১ লক্ষ ৯০ হাজার ৩শত টাকা লোন নে। সোনালী ব্যাংক , গলাচিপা শাখা, চেক নং ৯১২৫১৯৮, হিসাব নং ২৫২। পরে নিয়ম অনুযায়ী সমিতির টাকা পরিশোধ না করলে সমিতির সাধারণ সম্পাদক  হারুন অর রশিদ চেক দিয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সিদ্ধান্ত নেন।

লোনকারী চেক দেন ২০১৭ সালের ৩ আগস্ট, ডিস অনার হয় ২০১৭সালের ৮আগস্ট, উকিল নোটিশ ২০১৭ সালের ২৭ আগস্ট। মামলাটি গলাচিপা আদালতে চলার পর পরে পটুয়াখালী বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত  বিচারিক কাজের জন্য চলতে থাকে।

বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজের বিচারক যুক্তি তর্কের পর আজ বৃহস্পতিবার আসামীর অনুপস্থিতিতে উপরোক্ত রায় প্রদান করেন।

আরও পড়ুনঃ  দৌলতপুর উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা ও উপকারভোগীদের দলিল ও চাবি হস্তান্তর