ময়মনসিংহের গফরগাঁওয়ে বলতির পানিতে ডুবে মরিয়ম আক্তার নামের ১৪ মাস বয়সের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হারিনা (চিনাকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, পাঁচবাগ ইউনিয়নের উত্তর হারিনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী তার কন্যা মরিয়ম আক্তারকে বাড়িতে বসিয়ে রেখে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর শিশুটির সাড়া না পেয়ে খুঁজতে থাকেন। পরে টিউবওয়েলের পাড়ে পানি ভর্তি বালতি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।