রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ৭২ ঘণ্টা পার হওয়ার আগেই আবারও ভবন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার নগরীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এই ভয়াবহ বিস্ফোরণে এরই মধ্যে ১৪ জন নিহত হবার খবর এসেছে। নিহতের ভেতর ১২ জন পুরুষ এবং ২ জন নারী। আহত হয়েছেন ১২০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে বলে মনে করছে ফায়ার সার্ভিস ও ঢাকা মেডিক্যাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আট জনের মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। আহতদের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শহিদুল্লাহ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, এখনো আহত রোগী হাসপাতালে আসছেন। আহতদের যেন দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেছেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে। দ্রুত উদ্ধার অভিযান শুরু করে আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়া শুরু করে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে বিধ্বস্ত ওই ভবন থেকে চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় জন পুরুষ ও দুই জন নারী।
ঢাকা কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমাদের এখানে অবস্থা গুরুতর। আমাদের সক্ষমতার চেয়েও বেশি লোক আসছে। বহু লোককে জায়গা দেওয়া, রক্ত দেওয়া আমাদের জন্য রীতিমতো চাপ হয়ে যাচ্ছে।
ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবনের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনটির সবগুলো তলার জানালার কাচ উড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় স্যানেটারি দোকান এবং উপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস। এ ঘটনায় ওই ভবনের পাশের ৭ তলা সেনেটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গেলো রোববার সকালে সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন জন নিহত হয়। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৪০ জন। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, ভবনটিতে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।