আমেরিকায় পাকুন্দিয়ার তরুণ ব্যবসায়ীর সাফল্য – News Portal 24
ঢাকাWednesday , ৮ মার্চ ২০২৩

আমেরিকায় পাকুন্দিয়ার তরুণ ব্যবসায়ীর সাফল্য

Link Copied!

আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আমেরিকা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন তরুণ ব্যবসায়ী লুৎফুল ইমাদ বাপ্পী।

তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মৃত তৌফিকুল ইসলামের বড় ছেলে।

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার উদ্যোগে আমেরিকার ফ্লোরিডার একজন সফল ব্যবসায়ী হিসেবে তাকে এ সম্মাননা প্রদান হয়।

গত শুক্রবার আমেরিকার ওয়েস্ট পামবিচ হিল্টন হোটেলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্লোরিডার ব্রাওয়ার্ড কান্ট্রির মেয়র ডানো হোলনেস।