কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হুছাইনীয়া রক্তদান সংঘের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে হুছাইনীয়া রক্তদান সংঘের উপদেষ্টা, মাসুদুর রহমান, মোহাম্মদ এনামুল হক, আব্দুল হান্নান ও জুনায়েদুল হক শাহিন এর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
আমিনুর রহমান সংগ্রাম-কে সভাপতি, সারোয়ার জাহান ইমন-কে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সোহেল মিয়া সহ সভাপতি ইলিয়াস কাঞ্চন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আল মুস্তাকিম রকিব, অর্থ সম্পাদক মাহিন, প্রচার সম্পাদক শাফায়েত, কার্যকরী সদস্য হাসিব, আশিক, নিয়ন প্রমুখ।