স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার জন্য পিলখানা ট্রাজেডি: ফাইট ফর রাইটস ইনটারন্যাশনাল - News Portal 24
ঢাকাWednesday , ২২ ফেব্রুয়ারী ২০২৩

স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার জন্য পিলখানা ট্রাজেডি: ফাইট ফর রাইটস ইনটারন্যাশনাল

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন
ফেব্রুয়ারী ২২, ২০২৩ ১১:২৪ অপরাহ্ন
Link Copied!

মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল উদ্যোগে গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার জন্য বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে দেশ বিরোধী নানা অপকর্মে লিপ্ত হয়েছে।তারই অংশ হিসেবে মুসলিম জাতিসত্তাকে মুছে ফেলার জন্য হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে।

তারা সকল অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি অন্তর্ভূক্ত করার দাবি জানান।

সংগঠন এর সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিশের নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদের সালেহ, টাওয়ার হ্যালমেট কাউন্সিলর অহিদ আহমেদ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সিনিয়র সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুস সামাদ ও এনআরবি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মফিজ আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এফআরআই এর সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর, জাস্টিস ফর ভিকটিম এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম, এফআরআই এর সহসভাপতি কে করাম, আলী আহমদ, কাজী নুরুজ্জামান, মোঃ ফখরুল, এবাদুর রহমান রাজন, প্রচার সম্পাদক মোঃ ফান্টু, সহকারি সহসম্পাদক ইকবাল হোসেন, সহকারি সহসম্পাদক কামরূল হাসান রাকিব, মোঃ তাজুল ইসলাম, মোহাম্মদ আব্দুস শহীদ ও মোঃ নজরুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওহিদুল ইসলাম, মোঃ আরাফাত রহমান, শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, শেরওয়ান আলী, মোঃ আব্দুল গাফফার শাহীন, মোঃ কামাল আহমদ, মোঃ আলামীন, জিয়াউল হক, মোঃ জবলু আলম বিপুল প্রমুখ।