শবে বরাতের তারিখ জানা যাবে কাল - News Portal 24
ঢাকাMonday , ২০ ফেব্রুয়ারী ২০২৩

শবে বরাতের তারিখ জানা যাবে কাল

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২০, ২০২৩ ৫:০৯ অপরাহ্ন
Link Copied!

১৪৪৪ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং শবে বরাতের তারিখ নির্ধারণ করতে আগামীকাল মঙ্গলবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন, ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।