শত বৎসরের যোগাযোগ বিছিন্ন রাস্তাটি করে দিলেন এমপি দুর্জয় - News Portal 24
ঢাকাTuesday , ৭ ফেব্রুয়ারী ২০২৩

শত বৎসরের যোগাযোগ বিছিন্ন রাস্তাটি করে দিলেন এমপি দুর্জয়

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
ফেব্রুয়ারী ৭, ২০২৩ ১১:৪১ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের নয়া পাড়া গ্রামের শত বছরের যোগাযোগ বিছিন্ন রাস্তাটি করে দিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়। এলাকাবাসীর অনেক দিনের দাবি ছিলো এই রাস্তাটা যেন হয় সেই দাবি এখন পূরণ হওয়ায় পথে।

নয়া পাড়া গ্রামের মোঃ আলমগীর খান বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া, আমাদের এমপি আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয় মহোদয়ের দেয়া অনুদানের মাধ্যমে বিশেষ প্রকল্পের আওতায় আমাদের নয়াপাড়া গ্রামের মানুষের বহু বছরের কষ্টের যোগাযোগ বিছিন্ন রাস্তার কাজ চলমানে আমরা গ্রামবাসী খুবই খুশি। এই রাস্তাটি হওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা সঠিক সময় স্কুল কলেজে যাইতে পারবে।

সরজমিনে ঘুরে দেখা হয় ভ্যান চালক তোখা খান এর সাথে তিনি বলেন আমি ভ্যান চালিয়ে সংসার চালাই, আগে আমি ভ্যান নিয়ে আমার বাড়িতে যাইতে পারতাম না এখন নতুন রাস্তা হওয়ায় গাড়ি বাড়িতে নিতে পারবো।

এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন বলেন, এই রাস্তাটি অনেক দুর্যোগপূর্ণ ছিল বর্ষা হলেই রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। রাস্তাটি পুনঃনির্মাণ করে দেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয়ের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান ও প্রশাসনের মতবিনিময়