মাত্র ছয় বছরেই কুরআনে হাফেজ নুরুদ্দিন - News Portal 24
ঢাকাThursday , ২৩ ফেব্রুয়ারী ২০২৩

মাত্র ছয় বছরেই কুরআনে হাফেজ নুরুদ্দিন

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২৩, ২০২৩ ২:০০ অপরাহ্ন
Link Copied!

পবিত্র কুরআনের হাফেজদের এক প্রতিযোগীতায় অংশ নিয়েছেন মাত্র ছয় বছর বয়সী হাফেজ নুরুদ্দিন। ঢাকার কেরানীগঞ্জের মাক্তা হিলফুল ফুজুল মাদরাসা থেকে হাফেজ হয়েছে সে।

হাফেজ নুরুদ্দিনের পিতা মাওলানা আশরাফুজ্জামান। তিনি একটি মসজিদে ইমামতি করেন। ময়মনসিংহের দুবাউড়া থানার জরিপাপাড়ায় তার গ্রামের বাড়ি। তিন ভাই-বোনের মধ্যে বড় সে। তার হাফেজ হতে সময় লেগেছে দুই বছর।

এই খুদে হাফেজের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র চার বছর বয়সে তাকে মাদরাসায় ভর্তি করা হয়। শুরু থেকে একই মাদরাসায় এখন পর্যন্ত অধ্যয়ন করছে এই হাফেজ। মাক্তা মাদরাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলামের সহযোগিতায় হাফেজ হয়েছে সে।

হাফেজ নুরুদ্দিনের শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম বলেন, হাফেজ নুরুদ্দিন ৩০ পারা কুরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে বর্তমানে আমার কাছে প্রতিদিন এক থেকে দেড় পারা পাঠ করে শোনায়। তার কুরআন অধ্যয়ন অত্যন্ত স্পষ্ট ও সুমধুর। নুরুদ্দিন যথেষ্ট মেধাবী। অন্য বাচ্চাদের চেয়ে খুব কম সময়ে তার কুরআন শরীফ মুখস্ত হয়েছে। মনে রাখার জন্য স্মরণশক্তিও যথেষ্ট ভালো।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মুসল্লি কমিটির উদ্যোগে সারা দেশের ১১টি জোনে সব শেষ ঢাকা দক্ষিণের কুরআনের নূর প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হচ্ছে। বাছাই পর্বের এই অডিশনে বিচারক হিসেবে থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমামগণ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নেওয়া বরেণ্য মাওলানা ও হাফেজগণ।

আরও পড়ুনঃ  দুই সন্তান রেখে বিয়ের দাবিতে ভাগিনার বাড়িতে মামির অবস্থান