কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিমফুলমতি এলাকার পল্লীচিকিৎসক ইয়াকুব আলীর বাড়ীর উঠানে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম শুরু করেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ মন্ডল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক বিপুল মিয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ সম্পাদক ফরিদুল হক, কার্যনির্বাহী সদস্য প্রহলাদ রায়, নুরানী খাতুন ও মাসুদ মিয়া প্রমূখ।
এ সময় সংস্থাটির সভাপতি মোশারফ মন্ডল জানান, ২১ ফেব্রুয়ারি আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওই এলাকায় প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।
তিনি আরও জানান, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থাটি প্রায় গত ৮ বছরে ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রোগীকে রক্তদান, অক্সিজেন সেবাসহ গরীব-অহায় মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটি।
এ ছাড়াও দেশে মহামারী করোনাকালীন সময়েও মানুষের কল্যাণে টেলিমেডিসিনসহ বিনামূল্যে মানুষের বাড়ী বাড়ী গিয়ে ঔষধ প্রদানসহ বিভিন্ন সেবামূলক কাজ করে ব্যাপক সাড়া ফেলেছেন সংগঠনটি।