বায়ান্নোর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সর্ব স্থরের জনগণ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি ১ম শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা।
উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, এছাড়াও একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন ,বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, দৌলতপুর থানা, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ, স্কুল, কলেজ, সরকারি, বেসরকারি সহ অংগ সংগঠনের বিভিন্ন পেশার মানুষ। তারা কিছু সময় নীরবে দাড়িঁয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং মুনাজাতের মাধ্যমে রাতের প্রথম প্রহরের সমাপ্তি ঘোষণা করা হয়।