বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অবস্থান - News Portal 24
ঢাকাMonday , ২৭ ফেব্রুয়ারী ২০২৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অবস্থান

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২৭, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ন
Link Copied!

মাগুরার শ্রীপুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে বসে আছেন এক নারী।

গত শনিবার থেকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন দুই সন্তানের জননী ওই নারী।

তিনি বলছেন, প্রেমিক তাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া তার আর কোনো পথ থাকবে না।

যশোর কোতোয়ালি থানাধীন এক কাপড় ব্যবসায়ীর স্ত্রী ওই নারীর দাবি, ওই গ্রামের জোবান বিশ্বাসের ছেলে তোফাজ্জেল হোসেন (৪০) ওরফে শহর আলী যশোরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সেই সূত্রে তাদের পরিচয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দীর্ঘ চার বছর ধরে তোফাজ্জেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক দাবি করে ওই নারী বলেন, তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে একত্রে বসবাসও করেছেন। কিন্তু বৈধভাবে বিয়ের কথা বললেই তোফাজ্জেল তাকে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে স্বামীর বাড়ি থেকে পালিয়ে তোফাজ্জেলের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন তিনি।

এদিকে, নারীটি যাকে প্রেমিক দাবি করছেন সেই তোফাজ্জেল হোসেন গা ঢাকা দিয়েছেন। এমনকি তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তোফাজ্জেলের দেখা না মিললেও ওই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান এক লাখ টাকার বিনিময়ে এ বাড়ি থেকে চলে যেতে বলেছেন বলে দাবি ওই নারীর।

স্থানীয় কাদিরপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাসেম বলেন, বিষয়টি সম্পর্কে চেয়ারম্যান সাহেব অবগত আছেন।

ঘটনাটি শোনার কথা স্বীকার করলেও টাকার বিনিময়ে ওই নারীকে চলে যাওয়ার কথা বলার বিষয়টি অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান।

তিনি বলেন, আমাকে হেয় পতিপন্ন করার জন্য ওই মহিলা মিথ্যা ও অসত্য কথা লোক-সমাজে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. জাব্বারুল ইসলাম বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মেয়ের স্কুলশিক্ষকের সঙ্গে মায়ের প্রেম, অতঃপর...