বাসা দেখতে গিয়ে বাড়িওয়ালার ধর্ষণের শিকার গৃহবধূ - News Portal 24
ঢাকাWednesday , ২২ ফেব্রুয়ারী ২০২৩

বাসা দেখতে গিয়ে বাড়িওয়ালার ধর্ষণের শিকার গৃহবধূ

নিউজ পোর্টাল ২৪
ফেব্রুয়ারী ২২, ২০২৩ ১১:২১ অপরাহ্ন
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় গৃহবধূকে (৩০) ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন মফিজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি। বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতার মফিজ উদ্দিন উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার মৃত শমশের আলীর ছেলে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকালে মফিজ উদ্দিনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পর অভিযান চালিয়ে মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) তপু চক্রবর্তী বলেন, ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বাসা ভাড়া নেওয়ার জন্য জামিরদিয়া গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে যান। সেই সুবাদে মফিজ উদ্দিনের সঙ্গে পরিচয় হয় ওই নারীর।

ঘটনার দিন মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী আবারও মফিজ উদ্দিনের বাড়িতে যান। পরে ওই নারীকে বাড়ির একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মফিজ উদ্দিন।

ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওসমানীনগর মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন