কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫৪তম ইছলাহী ও তালিমী জলছার জন্য প্রস্তুত পীরে কামেল আব্দুল হালীম হুছাইনী (রঃ) এর প্রতিষ্ঠিত তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দান।
আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি রবি ও সোমবার খতমে বোখারী শরীফ উপলক্ষে দু’দিনব্যাপী এ জলছা প্রস্তুতি সম্পন্ন।
হুছাইনী স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক জানান এবারের জলছায় প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছি। আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য ৪০টি আঞ্চলিক শাখার প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরামবৃন্দ ওয়াজ করবেন।
আখেরি মোনাজাত মঙ্গলবার সকাল আটটায় হবে বলে নিশ্চিত করেন জামিয়া হুছাইনীর মুহতামিম আলহাজ্ব রশিদ আহম্মদ জাহাঙ্গীর হুছাইনী (দাঃবা)। মোনাজাত পরিচালনা করবেন চট্টগ্রাম হাটহাজারি মাদরাসার প্রধান মুফতি মাওলানা জসিম উদ্দিন (দাঃবা)।