মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় পূর্ব পুটিয়াখালী দারুচ্ছালাম ফাজিল (ডিগ্রি) মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদরাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরসার গভর্নিং বডির সদস্য মাওলানা মুহিববুল্লাহ নেছরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আইয়ুব আলী, মাওলানা মো. মুস্তাফিজুর রহমান, শাহিনুজ্জামান মোল্লা, প্রভাষক মাওলানা মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, মো. মোহেববুল্লাহ, মো. নজরুল ইসলাম, মোসা. ফেরদৌসী আক্তার, আবদুর রহমান, মাওলানা আবদুস সালামস হ মেহেদী হাসান, মো. দেলোয়ার হোসেন, মো. মিজানুর রহমান গাজী প্রমুখ।
সহকারী শিক্ষক মাওলানা মো. আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ।