মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে দৈনিক মুক্ত খবরের দৌলতপুর উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লাকে সভাপতি ও দৈনিক এই বাংলার জেলা প্রতিনিধি মোঃ মামুন মিয়া পলাশকে সাধারণ সম্পাদক করে জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে দৌলতপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ত্রি- বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু ইউসুফ, ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক বি এম খোরশেদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন রিপন, ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দিপু, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমূখ।