মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সায়েদুর রহমানের জানাযা ও দাফন-কাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫.০০ ঘটিকায় নিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা সম্পন্ন হয়।
শুক্রবার জানাজার আগে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষে কৃষি অফিসার মোঃ রেজাউল করিম ও দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
জানাজার নামাজে রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ সহ অসংখ্য মানুষ অংশ নেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এর আগে সকাল সাড়ে তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বীরমুক্তিযোদ্ধা সায়েদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয়, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, থানা ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, যুবলীগ নেতা ফারুক হোসেন রনজিৎ প্রমুখ।