দৌলতপুরে ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত - News Portal 24
ঢাকাWednesday , ১৫ ফেব্রুয়ারী ২০২৩

দৌলতপুরে ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত

মামুন আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
ফেব্রুয়ারী ১৫, ২০২৩ ৭:১২ অপরাহ্ন
Link Copied!

মানিকগঞ্জের দৌলতপুরে ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম.নাঈমুর রহমান দুর্জয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রেয়ী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ এ. কে. এম আজিজুল হক,সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

এসময় প্রধান অতিথি এ. এম. নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের ভুমিহীন ও গৃহহীন পরিবারের ২ শতক জমিসহ গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এ উপলক্ষ্যে দৌলতপুর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে।

তিনি বিকালে মতিলাল সরকারি ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুনঃ  দৌলতপুরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ