সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোঃ ইমাদ উদ্দিন মাত্র ১০ মাস ১৭ দিনে পবিত্র কুরআন হিফয সম্পন্ন করে কোরআনে হাফেজ হয়েছে।
সে ওসমানী নগর লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির হিফজ বিভাগের ছাত্র মোঃ ইমাদ উদ্দিন গোয়াইনঘাঠ উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামাড়া গ্রামের মৃত আব্দুর রহীম ও মরিয়ম বেগমের ছোট ছেলে এবং হযরত শাহজালাল ফাযিল (প্রস্তাবিত কামিল) মাদরাসার আরবী প্রভাষক মুফতি আল আমিনের ভাগিনা।
মাদ্রাসার শিক্ষক ও পরিচালক মাওলানা আব্দুর রব এবং এলাকাবাসী সকলে তাহার উজ্জ্বল ভবিষ্যৎ ও নেক হায়াত কামনা করেন এবং বলেন আল্লাহ পাক যেন তাঁকে দ্বীনের প্রকৃত খাদিম হিসাবে কবুল করেন।