দক্ষিণ আফ্রিকায় লরি চাপায় ৫ বাংলাদেশি নিহত - News Portal 24
ঢাকাFriday , ২৪ ফেব্রুয়ারী ২০২৩

দক্ষিণ আফ্রিকায় লরি চাপায় ৫ বাংলাদেশি নিহত

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারী ২৪, ২০২৩ ৫:২৩ অপরাহ্ন
Link Copied!

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক লরি চাপায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানা যায়নি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় একটি লরি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, সকাল ৯টার দিকে পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরো দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, নিহত ৫ জনের মধ্যে চারজনের বাড়ি ফেনী ও একজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার জন্য পিলখানা ট্রাজেডি: ফাইট ফর রাইটস ইনটারন্যাশনাল